দর্শনীয় স্থান
মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ।
দশর্নীয় স্থান
১। আধারা ইউনিয়নের আধারা গ্রামে একটি চিরিয়া খানা আছে।
দিগন্ত জোড়া বিস্তর আলুর মাঠ,সবুজ ধানের খ্যাত সোনালী পাটের আঁশ, মন মাতানো পদ্মা নদীর ঢেউ, এই ইউনিয়নে সবচেয়ে দর্শনীয় দৃষ্টিনন্দন স্থান দিগন্ত জোড়া হলুদ শস্যে ক্ষেত যার দিকে একবার তাকালে আর চোখ ফেরাতে ইচ্ছে হয়না। সবুজ ফসলের মাঠ ও গ্রামের মনোরম পরিবেশ ছাড়া এই ইউনিয়নে কোন দর্শনীয় স্থান খুজে পাওয়া যায়নি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস