আধারা ইউনিয়ন ভূমি অফিসটি আধারা ইউনিয়ন এর চিতলিয়া বাজারে অবস্থিত। এটি দীর্ঘদিন ধরে জনগনকে নানা প্রকার ভূমি সংক্রান্ত সেবা দিয়ে আসছে।
ক্রঃনং | সেবার নাম | সেবা প্রদানের সময়সীমা | সেবা প্রদানের পদ্ধতি | সেবা প্রদানের স্থান |
০১ | ভূমি উন্নয়ন কর (Land Development Tax) | তাৎক্ষনিক | Land Development Tax Ordinance, 1976 অনুযায়ী নির্ধারিত হারে কর/খাজনা আদায় করে সাথে সাথেদাখিলা প্রদান করা হয়। | ইউনিয়ন ভূমি অফিস |
০২ | নামজারী ও জমাখারিজ (Mutation) | সর্বোচ্চ- ৪৫ | সরকারী ফি ২৫০.০০টাকা। আবেদনকারী নিজে বা তার পক্ষে প্রতিনিধি আবেদন করলে উভয়ের ছবি সহ আবেদনের প্রেক্ষিতে সংশিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এর নিকট হতে প্রস্তাব প্রাপ্তির পর নোর্টিশ জারীর মাধ্যমে উভয়পক্ষের শুনানী গ্রহণ করা হয়। শুনানীর সময় মূল দলিল সহ আনুসাঙ্গিক রেকর্ডপত্র দেখা হয়। এছাড়া এল.টি নোটিশ প্রাপ্তীর সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে নামজারী করা হয়ে থাকে। | উপজেলা ভূমি অফিস ইউনিয়ন ভূমি অফিস |
০৩ | পেরীফেরীভূক্ত হাটবাজারের অস্থায়ী বন্দোবস্ত/ নবায়ন | ০৭ দিন | ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার সুপারিশসহ প্রতিবেদনের আলোকে লীজের শর্তভংগ না করলে নির্ধারিত হারে লীজ মানি গ্রহনপূর্বক একসনা লীজ নবায়ন করা হয় এবং ডি.সি.আর প্রদান করা হয়। | উপজেলা ভূমি অফিস ইউনিয়ন ভূমি অফিস |
ক্রমিক নং | সেবার নাম | সেবা প্রদানের সময় সীমা | সেবা প্রদানের পদ্ধতি | সেবা প্রদানের স্থান |
০১ | ভূমি উন্নয়ন কর (কৃষি ও অকৃষি) আদায় | ০১ জুলাই হতে ৩০ জুন (এক আর্থিক বছর) | সরকার কর্তৃক নির্ধারিত নীতি মালা অনুসারে। | ইউনিয়ন ভূমি অফিস (সংশিস্নষ্ট) |
|
মিউটেশন (নামজারী) জমা ভাগ ও জমা একত্রিকরন সংক্রান্ত নিয়মাবলী
মিউটেশনের জন্য সহকারী কমিশনার (ভূমি) বরাবর দরখাসত্ম দাখিল করতে হবে।
মিউটেশনের আবেদনের সাথে নিম্ন বর্ণিত কাগজপত্র দাখিল করতে হবে।
(ক) প্রযোজ্য ক্ষেত্রেঃ ১। ক্রয় ও প্রয়োজনীয় বায়া দলিলের কপি। ২। ওয়ারিশ সনদপত্র ৩। হেবা দলিলের কপি এবং সকল রেকর্ড বা পর্চা খতিয়ানের সার্টি ফাইড কপি। ৪। সর্বশেষ জরিপের পর থেকে বায়া /পিট দলিল এর সার্টি ফাইড/ফটোকপি
৫। ভূমি উন্নয়ন কর পরিশোধের দাখিলা । ৬। তফফিল বর্ণিত চৌহদ্দিসহ কলমি নকসা ০১ কপি।
(খ) মিউটেশনের খরচঃ
(ক) আবেদন বাবদ কোর্ট ফি = ৫/- (পাঁচ টাকা)
(খ) নোটিশ জারী ফি = ২/- (দুই টাকা) (অনাধিক ৪ জনের জন্য ) চার জনের অধিক প্রতিজনের জন্য আরো ০.৫০ টাকা হিসাবে আদায় করা হবে।
(গ) রেকর্ড সংশোধন ফি = ২০০/- (দুইশত) টাকা।
(ঘ) প্রতিকপি মিউটেশন খতিয়ান ফি = ৪৩/- (তেতালিশ) টাকা।
সর্বমোট= ২৫০/- (দুইশত পঞ্চাশ) টাকা + চার জনের অধিক হলে নোটিশ জারী ফি প্রতিজনের জন্য আরো ০.৫০ টাকা হিসেবে আদায় করা হবে।
বিঃদ্রঃ দরখাস্ত জমা দেওয়ার দিন থেকে ৪৫ দিনের মধ্যে মিউটেশন কেস নিষ্পত্তি না হলে এবং উলেখিত খরচের অতিরিক্ত ফি কেউ দাবী করলে সহকারী কমিশনার (ভূমি)/ উপজেলা নির্বাহী অফিসার/রেভিনিউ ডেপুটি কালেক্টর/অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অথবা জেলা প্রশাসকের সাথে যোগাযোগ করুন।
ভূমি উন্নয়ন করের দাবী নির্ধারনঃ
ইউনিয়ন ভূমি অফিস | বিগত অর্থছরের দাবী | বিগত অর্থবছরের আদায় | বিগত অর্থবছরে আদায়ের হার | বর্তমান অর্থবছরের দাবী | দাবী বৃদ্ধি (টাকায়) | দাবী বৃদ্ধির হার | মমত্মব্য |
বাজনাব |
ইউনিয়ন ভূমি অফিস | বিগত অর্থছরের দাবী | বিগত অর্থবছরের আদায় | বিগত অর্থবছরে আদায়ের হার | বর্তমান অর্থবছরের দাবী | দাবী বৃদ্ধি (টাকায়) | দাবী বৃদ্ধির হার | মমত্মব্য |
বাজনাব |
ভূমি উন্নয়ন করের (সাধারণ) দাবী আদায়ঃ
ক্রমিক নং | ইউনিয়ন ভূমি অফিস | বর্তমান অর্থছরের দাবী | বিবেচ্য মাসে আদায়ের টার্গেট | বিবেচ্য মাসে আদায় | বিবেচ্য মাসে আদায়ের হার | বিগত মাসে আদায় | মমত্মব্য |
০১ | বাজনাব |
নামজারী-জমাখারিজের আবেদন নিষ্পত্তিঃ
ক্রমিক নং | ইউনিয়ন ভূমি অফিস | বিগত মাস পর্যমত্ম পেন্ডিং আবেদনের সংখ্যা | বিবেচ্য মাসে দায়ের | মোট আবেদনের সংখ্যা | বিবেচ্য মাসে নিষ্পত্তি | নিষ্পত্তির হার | অনিষ্পন্ন আবেদনের সংখ্যা |
০১ | বাজনাব |
কৃষি খাস জমি বন্দোবস্ত
ক্রমিক নং | ইউনিয়ন ভূমি অফিস | বর্তমানে বন্দোবসত্মযোগ্য কৃষি খাস জমির পরিমান | বিবেচ্য মাসে বন্দোবসত্মকৃত কৃষি খাস জমির পরিমান | বিবেচ্য মাসে উপকারভোগী পরিবারের সংখ্যা | কবুলিয়ত সম্পাদন হয়েছে এমন পরিবারের সংখ্যা | অবৈধ দখলীয় কৃষি খাস জমির পরিমান | মামলা মোকদ্দমার জড়িত কৃষি খাস জমির পরিমান | বন্দোবসত্মযোগী নয় এরূপ কৃষি খাস জমির পরিমান |
০১
| বাজনাব |
অর্পিত সম্পত্তি ব্যবস্থাপনাঃ
ক্রমিক নং | ইউনিয়ন ভূমি অফিসের নাম | অর্পিত সম্পত্তির পরিমান | অর্পিত সম্পত্তির ইজারা | বিগত অর্থবছরের দাবী ও আদায় | বর্তমান অর্থবছরের দাবী ও আদায় | মমত্মব্য | |||||||
বকেয়া | হাল | মোট | |||||||||||
|
| প্রত্যর্পনযোগ্য | অনিবাসী | ইজারাভূক্ত | ইজারা বিহীন | দাবী | আদায় | হার | দাবী | বিবেচ্য মাস পর্যমত্ম আদায় | হার |
| |
০১
| বাজনাব |
বিবিধ পাবলিক পিটিশন নিষ্পত্তিঃ
ক্রঃ নং | ইউনিয়ন ভূমি অফিস | বিগত মাস পর্যমত্ম পেন্ডিং পাবলিক পিটিশনের সংখ্যা | বিবেচ্য মাসে আগত পাবলিক পিটিশনের সংখ্যা | বিবেচ্য মাসে নিষ্পত্তিকৃত পাবলিক পিটিশনের সংখ্যা | মাস শেষে পেন্ডিং পাবলিক টিটিশনের সংখ্যা | মমত্মব্য |
০১
| বাজনাব |
১। মৌলিক তথ্যঃ-
অফিসটি ভাষানচর মৌজায় ১নং খতিয়ানে আর, এস ৯০০নং দাগে ১০শতাংশ ভুমিতে ইউনিয়ন ভুমি অফসটি একতলা নিজস্ব ভবনে ভূমি অফিস
হিসেবে কার্জক্রম চলছে।
প্রথমিক তথ্যবলীঃ-
ক। ইউনিয়ন সংখ্যা ঃ ০৩ টি
খ। মৌজা সংখ্যা ঃ ২০ টি এর মধ্যে আধারা ইউনিয়নঃ ১৪টি, শিলয় ইউনিয়নঃ ৫টি, বাংলাবাজার ইউনিয়নঃ ১টি।
গ। হোল্ডিং সংখ্যা ঃ ১৫৫৮৭টি
ঘ। স্বত্তলিপি সংখ্যা ঃ ৭২টি (আর, এস) মোতাবেক।
চ। অর্পিত সম্পত্তির পরিমান(ভি,পি)ঃ ৮.৫১একর। ভি,পি নথির সংখ্যা ৮টি।
ছ। মোট খাস জমির পরিমান ঃ ৩০৯৩.৫১ একর তন্নধ্যে ১ম খন্ডে ১২৯১.৩৩ একর, ২য় খন্ডে ৯৩৭.০৮, ৩য় খন্ডে নেই। ২য় খন্ড থেকে বন্দোবস্থকৃত জমি ১৮৩.১০একর। অবসিস্ট ৭৫৩.৯৮ একর।
২। জনবলঃ- অত্র অফিসের মঞ্জুরীকৃত কর্মকর্তা। কর্মচারীদের বিবরনী নিন্মে দেওয়া হল।
ক্র/নং | নাম | পদবী | যোগদানের তারিখ | মোবাইল নাম্বার |
০১ | মঞ্জুর আহম্মেদ | ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা | ১৩-১২-২০১২ | ০১৭১৪২৯৬৩৯৬ |
০২ | আনোয়ার হোসেন | অফিস সহায়ক | ১৫-০৩-২০০৯ | ০১৭২৯১৩৯০৪৩ |
০৩ | লাকী আক্তার | অফিস সহায়ক | ০৪-১১-২০০৪ | ০১৮৪০৯৪১১৮৮ |
৩। রেজিস্টার- ১ (স্বত্ব লিপি)ঃ
ইউনিয়ন ভুমি অফিসে মোট ৭২টি আর, এস ভলিয়ম আছে।
৪। রেজিস্টার-২(তলব বাকী)ঃ
এই অফিসের মোট হোল্ডিং সংখ্যা ১৫৫৮৭টি, তন্নধ্যে আদায়যোগ্য জোত সংখ্যা ৫৮৭টি, এবং বিঘার উর্ধে জ়োত সংখ্যা ১৩০টি। অবশিষ্ট অনাদায়যোগ্য জোত ১৪৮৭০টি।
৫। সায়রাত মহালের না ও সংখ্যা (হাট বাজার)ঃ-
*হাট বাজারঃ ২টি যথা ক। চিতলিয়া হাট/বাজার(পেরিফেরীভুক্ত)
খ। শিলয় হাট/বাজার(পেরিফেরীভুক্ত নয়)
*ট্রলার ঘাটঃ ৩টি যথাঃ- ক। চিতলিয়া বাজার ট্রলার ঘাট
খ। বাংলাবাজার ট্রলার ঘাট
গ। বানিয়াল ট্রলার ঘাট
৬। আশ্যয়ন প্রকল্পের সংখ্যাঃ- ১টি।
শিলয় ইউনিয়ন স্থিত চর বেহের পাড়া মৌজায় একটি আশ্যয়ন প্রকল্পের কাজ সমাপ্তির পথে।
ইউনিয়ন ভূমি অফিসটি আধারা ইউনিয়নের চিতলিয়া বাজারে ইউনিয়ন পরিষদ এর কাছেই অবস্থিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস