Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

পূর্ববর্তী মামলার রায়

 

পূর্ববর্তী মামলার রায়ঃ

শালিশী রায়

 

১.   মোছা: আনোয়ারা বেগম, পিতা: মৃত: রাজাই বেপারী, সাং- চর আব্দুলস্না,  উপজেলা ও জেলা: মুন্সীগঞ্জ।                                                                 -------------------------- বাদী

বনাম

1.      মো: আসাদ বেপারী, পিতা: এছাক বেপারী

2.     এছাক বেপারী, পিতা: অঞ্জাত

3.    আসু বেগম, স্বামী: এছাক বেপারী

4.      সাইফুল বেপারী, পিতা: এছাক বেপারী

5.     এনামুল বেপারী, পিতা: এছাক বেপারী       

        সর্ব সাং আমঘাটা,  উপজেলা ও জেলা: মুন্সীগঞ্জ।                                                                                                    -                                                                              ------------------------- বিবাদী

গত ১৭/০৭/২০১২ইং তারিখে হাজী মো: সোহরাব হোসেন, চেয়ারম্যান, আধারা ইউনিয়ন পরিষদ, মুন্সীগঞ্জ সদর মুন্সীগঞ্জ কর্তৃক উলেস্নখিত বাদী ও বিবাদীগনের মধ্যে যে বিরোধ, তাহা মিমাংসা করার জন্য যে অভিযোগ নামা অত্র ইউনিয়ন পরিষদে প্রেরন করা হয়। সেই প্রেÿÿতে গত ২১/১২/২০১২ইং তারিখ ধার্য্য করিয়া উভয় পÿকে স্বাÿীসহ অত্র ইউনিয়ন পরিষদে উপস্থিত থাকার জন্য নোটিশ করা হয়। ধার্য্য তারিখে বাদী পÿ ও ৩নং বিবাদী উপস্থিত ছিলেন। কিন্তু অন্যান্য বিবাদীগন উপস্থিত হয়নাই। উভয় পÿÿর গন্যমান্য ব্যক্তি ও ইউপি সদস্যদের উপস্থিতিতে শালিশী কার্য্য শুরম্ন করা হয়। যেহেতু ১নং বিবাদী মো: আসাদ বেপারী ঢাকায় যাইয়া অন্যত্র দ্বিতীয় বিবাহ করে এবং বাড়ীতে থাকেনা। সাÿীদের মাধ্যমে জানাযায় যে, অভিযোগ নামায় উলেস্নখিত ঘটনা সত্য। তাই সর্ব সম্মাতি ক্রমে শালীশি রায় ঘোষনা করা হয় যে, বরের  পÿÿ বরের মা আশু বেগম, কনেকে (বাদী) যৌতুক ও কাবিন বাবদ ৬০,০০০/- (ষাট হাজার) টাকা পরিশোধ করবে এবং কনে বরকে তালাক প্রদান করবে। টাকা পরিশোধ করার তারিখ ছিল গত ১৫/০১/২০১৩ইং । কিন্তু উক্ত তারিখে ৩নং বিবাদী টাকা পরিশোধ করেনাই। কয়েক বার তারিখ ধার্য্য করিয়া অদ্যবধি টাকা পরিশোধ করেনাই। দেই দিচ্ছি করিয়া ঘুড়াইতেছে। তাই বাদী পÿকে উচ্চ আদালতের সরনাপন্ন হওয়ার জন্য পরামর্শ দেওয়া হইল।